Amtali Govt. College

Estd. 1969, EIIN-100112, Amtali-Barguna

উপস্থিতি ও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ক নোটিশ

11 October, 2023


উপস্থিতি, নির্বাচনী পরীক্ষা সহ অভ্যন্তরীণ পরীক্ষার সন্তোষজনক ফলাফল  ও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ক বিধি-বিধান :

১. প্রতিটি ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিত থাকা বাঞ্ছনীয়।
২. কলেজিয়েট : প্রত্যেক বিষয়ে অনুষ্ঠিত মোট ক্লাসের ৭৫% ক্লাসে উপস্থিত থাকা কলেজিয়েট ছাত্রছাত্রীরাই চূড়ান্ত পরীক্ষায় নির্বাচিত হবে।
৩. নন-কলেজিয়েট : অনুষ্ঠিত মোট ক্লাসের ৭৫% এর কম কিন্তু ৬০% বা এর অধিক সংখ্যক ক্লাসে উপস্থিত থাকা নন-কলেজিয়েট ছাত্রছাত্রীরা নির্ধারিত জরিমানা দিয়ে অধ্যক্ষের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
৪. ডিস-কলেজিয়েট : অনুষ্ঠিত মোট ক্লাসের ৬০% এ কম সংখ্যক ক্লাসে উপস্থিত থাকা ডিস-কলেজিয়েট ছাত্রছাত্রীরা কোনক্রমেই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৫. কলেজিয়েট এবং নন কলেজিয়েট ছাত্র/ছাত্রীদের নির্বাচনী পরীক্ষাসহ অভ্যন্তরীণ পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং তাদের সদাচরণ সাপেক্ষে অধ্যক্ষ মহোদয় চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচন করবেন।
মোহাম্মদ আবদুল মান্নান
অধ্যক্ষ
আমতলী সরকারি কলেজ 
আমতলী,  বরগুনা।